Daily

ভারত সরকারের ২০ টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ফ্রান্স সরকার। যার দরুন কেন্দ্রের রক্তচক্ষুতে পড়তে হল ফ্রান্সকে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, কেয়ার্ন এনার্জির সংস্থার তরফে কোন সম্পত্তি যেমন বাজেয়াপ্ত করার নোটিস দেওয়া হয়নি তেমনই ফ্রান্সের আদালতের তরফ থেকেও এই বিষয়ে কোন যোগাযোগ করা হয়নি।
জানা গিয়েছে, ফ্রান্সের আদালতের নির্দেশ পেয়ে কেয়ার্ন এনার্জি ভারত সরকারের কাছে ১৭০ কোটি মার্কিন ডলার বকেয়া বাবদ ২০টি ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্যারিসে। আর সেই সকল সম্পত্তি নিলাম করিয়েই ভারত সরকারের বকেয়া ঋণ আদায় করে নেবে এই সংস্থা।
পিটিআই সূত্রে খবর, বাজেয়াপ্ত করা এই সম্পত্তিগুলির অধিকাংশ হল ফ্ল্যাট যার একেকটি বাজারমূল্য ২০ মিলিয়ন ইউরো। আর এই প্রত্যেকটি ফ্ল্যাট ফ্রান্সে ভারত সরকারের প্রতিনিধিরা ব্যবহার করে থাকেন। ফ্রান্সের আদালত ট্রাইব্যুনাল জুডিসিয়ারে মধ্য প্যারিসে অবস্থিত ভারত সরকারের ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কেয়ার্ন এনার্জির আবেদনকে মান্যতা দিয়েছে। গত ১১ জুন এই মান্যতা দান করে ফরাসি আদালত। আর বুধবার বিকেলের মধ্যে সমস্ত আইনি বাধ্যবাধকতা মিটিয়ে দিয়েছে সেই দেশের আদালত।
কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয়টি খোঁজ খবর করবে সরকার। দেখা হবে তার আইনি পদ্ধতিও। সুরক্ষিত রাখা হবে ভারতের স্বার্থ। সরকার আলোচনা করবে কেয়ার্ন সংস্থার সিইও এবং প্রতিনিধিদের সঙ্গে।
ব্যুরো রিপোর্ট