Daily

এবার সোজা রিসার্ভ বাঙ্কের সিল জাল করে রিলাইন্স জিও কোম্পানির নাম নিয়ে উথল প্রতারনার অভিযোগ। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বন্দর পাড়া এলাকার। জানা গেছে প্রায় মাস দুয়েক পূর্বে কুমারগঞ্জের বন্দর পাড়া এলাকায়।
ওই অঞ্ছলের বাসিন্দা জয়দেব অধিকারী জানান,প্রায় দু মাস আগে রিলাইন্স জিও কোম্পানির তরফ থেকে তিনি একটি ভুয়ো ফোন কল পান। ফোনে তাকে বলা হয় তার জমিতে মোবাইল টাওয়ার বসানো হবে, এবং পরিবর্তে পরিবারের একজন সদস্য পাবেন চাকরি। প্রতশ্রুতি পুরনের নামে তার থেকে হাতিয়ে নেওয়া হয় লক্ষাধিক টাকা। প্রলোভনের ফাঁদে ফেলে ইতিমদ্ধেই ২৪ লক্ষ ৯০ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দোষীদের শাস্তির দাবিতে সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান ওই যুবক।
দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের অনেকেই এই প্রতারনার স্বীকার হয়েছেন বলে জানালেন তারা। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সচেতন করার জন্য এই বিষয়ে সচেতনতা মূলক প্রচার চালানো উচিৎ বলে মনে করছেন প্রতারিত হওয়া অনেকেই।
শিব শঙ্কর চ্যটার্জি, দক্ষিন দিনাজপুর