Daily

মানস চৌধুরি ,সল্টলেক : ফ্ল্যাট বিক্রির নামে অফিস খুলে ক্রেতাদের প্রতারণা করার অপরাধে গ্রেপ্তার হেমাঙ্গ শিকারি। গ্রেফতার করল দক্ষিণ বিধান নগর থানার পুলিশ সোমবার তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে খবর রাজারহাট নারায়ণপুর এলাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিক্রির নামে অফিস খুলে বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পরবর্তী সময়ের অফিস গুটিয়ে গা-ঢাকা দিত এই প্রোমোটার। প্রায় কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণ বিধান নগর থানায় অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সি জে ব্লক থেকে গ্রেফতার করে হেমাঙ্গ শিকারী কে। তার বিরুদ্ধে প্রতারণার সহ একাধিক ধারায় মামলা রুজু করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।