Daily
রাজ্যে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে শিল্পের মানচিত্র। পানাগড় শিল্পতালুকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের পর চলতি মাসের ১৫ তারিখে বসতে চলেছে রাজ্যের প্রথম ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের সভা। এই সভায় পৌরোহিত্য করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগেই রাজ্যের ঢালাই শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা শোনালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি মেনের সভায় যোগ দিয়ে রাজ্যের ঢালাই শিল্পে প্রভূত সম্ভাবনার কথা শোনালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শোনালেন বিপুল বিনিয়োগের সম্ভাবনা। বিপুল কর্মসংস্থানের সুযোগ।
ভারতে প্রতিবছর মোট ১.১০ কোটি টন ঢালাই পণ্য উৎপাদিত হয়। অথচ চীনে বছরে ৫ কোটি টন ঢালাই পণ্য উৎপাদিত হয়। এ রাজ্যের ঢালাই পার্কে যে বিপুল পরিকাঠামোর গড়ে তোলা হয়েছে তাতে রাজ্যে ঢালাই শিল্পের সামনে রয়েছে প্রভূত সম্ভাবনা।
ঢালাই শিল্পের সঙ্গে সংযুক্ত শিল্পপতিদের সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের শিল্পমন্ত্রী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে রাজ্যে ঢালাই শিল্পে বিনিয়োগ হবে ২ হাজার কোটি টাকা। এই শিল্পে নতুন করে কাজ পাবেন ৩৫ হাজার মানুষ।
গত ১০ বছরে রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা লাল ফিতের ফাঁস কমানো। শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা। সব থেকে বড় কথা রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে তৈরি হয়েছে বিপুল শিল্পের চাহিদা অনুযায়ী প্রচুর দক্ষ শ্রমিক। প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক এবং কাঁচামালের অফুরন্ত জোগান এই শিল্পের পালে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করেন রাজ্যের শিল্পমন্ত্রী।
চলতি মাসের ১৫ তারিখে নবান্নে রাজ্যের প্রথম ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের সভায় একাধিক প্রস্তাব যেমন মুখ্যমন্ত্রীর সামনে পেশ করা হবে তেমনি ইতিমধ্যেই গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে রাজ্যের নতুন ইথানল পলিসি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উপযোগী ডাটা পলিসি।
সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রের সঙ্গে শিল্প মানচিত্রে একসঙ্গে রাজ্যকে তুলে আনতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষ থাকলেও মুখ্যমন্ত্রী শিল্পকেই যে পাখির চোখ করছেন তার প্রমাণ মিলতে শুরু করেছে বলে শিল্পপতিদের একাংশ মনে করছেন।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।