Daily

ভারিতালাসুচুস টাপানি- উচ্চারণ করতে কষ্ট হচ্ছে? তাহলে ভেবে দেখুন ২৪ কোটি বছর আগের একটি মাংসাশী সরীসৃপের জীবাশ্মকে পরীক্ষা করে নির্ভুল তত্ত্বে পৌঁছতে বিজ্ঞানীদের কতটা পরিশ্রম করতে হয়। আর সেই প্রাণীর বর্গ এবং প্রজাতি যদি অজ্ঞাত হয় তাহলে সেই পরীক্ষা আরও কঠিন হয়ে দাঁড়ায়।
বিংশ শতাব্দীর মধ্যবর্তী একটি সময়ে কলকাতার ভারতীয় স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউটের গবেষকরা তেলেঙ্গানার ইয়ারাপল্লি ফরমেশন থেকে আবিষ্কার করেছেন বেশ কিছু জীবাশ্ম। যেখান থেকেই ২৪৫ মিলিয়ন বছরের পুরনো একটি সরীসৃপের জীবাশ্মের সন্ধান পেলেন তাঁরা।
এমন অদ্ভুত নাম দেবার কারণ হল, তেলুগু ভাষায় ভারী শব্দের অর্থ হল বড় এবং টালা শব্দের অর্থ হল মাথা। সুজুস শব্দটি এসেছে মিশরীয় ভাষা থেকে যার মানে কুমিরের মস্তিষ্কের মতন কোন প্রাণী। বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এই প্রাণীটি বিলুপ্তপ্রায় সরীসৃপ এরাইথ্রোসুচিদা নামে একটি প্রজাতির অন্তর্গত। ভারিতালাসুচুস টাপানি প্রাণীটি একদিক থেকে বেশ হিংস্র এবং শক্তিশালী। তার ছিল প্রচুর ধারালো দাঁত। যেগুলোর মাধ্যমে তারা সরীসৃপ ভোজন করতে সক্ষম হত। সিংহের মত বলশালী এবং ক্ষমতাবান ছিল এই প্রাণী। উল্লেখ্য, এই প্রাণীটি আবিষ্কারের পেছনে প্রধান ভূমিকা ছিল এক বাঙালি গবেষকের। তাঁর নাম- তপন রায় চৌধুরী। যাকে এই আবিষ্কারের জন্য সম্মানিত করা হয়।
ব্যুরো রিপোর্ট