Jobs

কলকাতার বুকে চাকরি? তাও আবার কেন্দ্রীয় সরকারি। না না চিমটি কেটে দেখার দরকার নেই। ঠিকই দেখছেন। মাধ্যমিক পাশ হলেই, আবেদন করা যাবে এই চাকরিতে। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে ফোর্ট উইলিয়াম।
আবেদন করা যাবে, মেসেঞ্জার, সুইপার, বারবার, ওয়াসারম্যান, বারবার পদে। আবেদনকারির বয়স হতে হবে ১৮-২৫ এর মধ্যে। যদিও সংরক্ষিত প্রার্থীরা বয়সের ব্যাপারে কিছুটা ছাড় পাবেন। আবেদন করার শেষ তারিখ ২৫ শে অক্টোবর। শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ সাথে পদ অনুযায়ী কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ ১৮০০০-৫৬,৯০০। আবেদন করতে হবে অফলাইনে। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্র পাঠাতে হবে এই ঠিকানায়, কমান্ডিং অফিসার, সিইএসআর, ফোর্ট উইলিয়াম, কল্কাতা-৭০০০২১।
ব্যুরো রিপোর্ট