Daily

করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে মীরা ভট্টাচার্যকে। তবে বুদ্ধবাবুর চিকিৎসা চলছে বাড়িতেই।
জানা গিয়েছে, প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধবাবুর স্ত্রী। এরপর তাঁর শরীরেও করোনার উপসর্গ ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। বহুদিন ধরেই বুদ্ধবাবু শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে গৃহবন্দিও আছেন বহুদিন। এবারের নির্বাচনে ব্রিগেড থেকে ভোটকেন্দ্র- সবজায়গাতেই ছিল তাঁর অনুপস্থিতি। এদিকে গৃহবন্দী থাকা সত্ত্বেও ভাইরাস হানা দেয় তাঁর শরীরে। স্বাভাবিকভাবে এটাই এখন উদ্বেগে রাখছে চিকিৎসকদের।
ব্যুরো রিপোর্ট