Daily

কেন্দ্রের ‘সহজে ব্যবসা’ প্রকল্পের ফলে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণ। দুবছর যাবৎ ভারতের গায়ে যে অর্থনৈতিক ক্ষত তৈরি হয়েছে, তাতে মলম লাগাতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। শুরু হয়েছে ‘সহজে ব্যবসা’ প্রকল্প। আর যার জেরে গত এপ্রিল-মে ত্রৈমাসিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে লক্ষণীয় ভাবে। এমনটাই মনে করছে, কূটনৈতিক মহলের একাংশ।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ২২৫৩ কোটি ডলার। যার পরিমানটা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ২৭% ই হয়েছে অটোমোবাইল সেক্টরে। এছাড়াও পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে ১১%, কম্পিউটার সফটওয়ার এবং হার্ডওয়ার সেক্টরে বিনিয়োগ হয়েছে প্রায় ১৭%। মহারাষ্ট্রের গাড়ি শিল্পে বিনিয়োগ হয়েছে ২৩%। পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক মহলের পছন্দের বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠেছে ভারত।
আমেরিকা থেকে মরিশাস, সিঙ্গাপুর বিশ্বের অনেক দেশের বিনোয়গের ক্ষেত্রে প্রথম পছন্দ ভারত। কোভিড ক্ষত সারিয়ে উঠে ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে সুস্থ হচ্ছে ভারত। আগামী দিনেও বিদেশি বিনিয়োগ আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট