Market

করোনা অবহেও থেমে থাকেনি বিদেশি বিনিয়োগ। বরং বেড়েছে। বিশ্বের যে পাঁচটি দেশে সবথেকে বেশি এফডিআই এসেছে তার মধ্যে অন্যতম হলো ভারত। ২০১৯ এর দোরগোড়ায় কমেছিল বিদেশি বিনিয়োগ, যা কি না এবছরে বেড়েছে প্রায় ২৭%। তবে কি এর পেছনে কাজ করছে নির্মলা-ম্যাজিক? কি বলছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা?
মাইনাসে নেমে যাওয়া জিডিপিকে ফের একবার ট্র্যাকে ফেরাতে যথেষ্ট সাহায্য করবে এই এফডিআই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে বিনিয়োগ বেড়েছে ৩৮%। এছাড়াও এফডিআই ইকুইটি এসেছে প্রায় ৪৪.৪ লক্ষ ডলার, গত বছরের হিসেবে যা ৬০% বেশি। এবিষয়ে অবশ্য বিদেশি বিনিয়োগের প্রতি ভারতের উদার মনোভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদদের একাংশ। সংসদের দুই কক্ষে পাস হওয়া বীমা সংশোধনী বিলের জেরে বীমা ক্ষেত্রে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগকে ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সংশোধনী বিলের কারণে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে মন দিয়েছে বলে মনে করা হচ্ছে। মোদি সরকার গদিতে বসার পর থেকেই লক্ষণীয় ভাবে বেড়েছে বিদেশি বিনিয়োগ। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ৪৯ %। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতের উন্নতি বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণ কেন্দ্র বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
ব্যুরো রিপোর্ট