Market

দেশে ক্রমশই কমছে বিদেশি মুদ্রা ভাণ্ডার। দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই এই মর্মে সম্প্রতি একটি পরিসংখ্যান দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নভেম্বরের শেষ সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডারের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৩৭.৬৮৭ বিলিয়ন ডলার। তার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে দেশে কমে এসেছে ফরেন কারেন্সি অ্যাসেট। যার সরাসরি প্রভাব গিয়ে পড়েছে বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর। দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ভারতের এফসিএ এখন বর্তমানে কমেছে ১.০৪৮ বিলিয়ন মত। উল্লেখ্য, এই এফসিএ-র সঙ্গে পাউন্ড, ইউরোর মত বিভিন্ন দেশের মুদ্রাভাণ্ডার সরাসরি যুক্ত থাকে। এই পরিস্থিতিতে ভারতে এফসিএ রয়েছে ৫৭৪.৬৬৪ বিলিয়ন ডলারে।
তবে এই কমা শুধু বিদেশি মুদ্রা ভাণ্ডারেই নয়। দেশে যথেষ্ট কমেছে গোল্ড রিজার্ভ। সূত্রের খবর, গোল্ড রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৮.৮২৫ বিলিয়ন ডলারে। এমনকি দেশের স্পেশ্যাল ড্রয়িং রাইটস কমেছে আন্তর্জাতিক মানিটারি ফাণ্ডে। সেখানেও এই পতন ৭.৪ বিলিয়ন ডলার কমে গিয়ে দাঁড়িয়েছে ১৯.০৩৬ বিলিয়ন ডলারে। স্বাভাবিকভাবেই দেশে এভাবে বিদেশি মুদ্রা সহ গোল্ড রিজার্ভ ক্রমশ কমতে থাকায় আরো ভেতরে ঢুকতে চাইছেন দেশের আর্থিক বিশ্লেষকরা। মুদ্রা ভাণ্ডারের খুব প্রয়োজনীয় একটি অংশ হল এই বিদেশি মুদ্রা ভাণ্ডার। কমে আসায় যা আর্থিক বিশ্লেষকদের যথেষ্ট ভাবিয়ে তুলেছে।
ব্যুরো রিপোর্ট