Trending

ভারতীয় পর্যটকদের জন্য দরজা খুলছে কানাডা, জার্মানি বা মলদ্বীপের দেশ। আগামী সপ্তাহ থেকেই চালু হচ্ছে বিমান। তবে করোনার নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিনেশনের শংসাপত্র থাকলে তবেই কানাডায় প্রবেশের অনুমতি ভারতীয় পর্যটকদের। এমনই জানিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে।
কানাডায় প্রবেশ করতে গেলে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে?
টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এমন পর্যটকরাই কানাডা যেতে পারবেন। নিভৃতবাসে নাও থাকতে পারে।
তবে কানাডা যে যে টিকাকে স্বীকৃতি দিয়েছে একমাত্র সেই টিকাগুলিই গ্রাহ্য করা হবে।
একইরকম ভাবে জার্মানিও এবার ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে। ডেল্টা প্রজাতির জন্য জার্মানি বেশ কয়েকটি দেশের পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করে। তার মধ্যে অন্যতম হল ভারত, ব্রিটেন, রাশিয়া, নেপাল এবং পর্তুগাল। সেই বিধিনিষেধ এবারেও শিথিল হয়ে যাচ্ছে।
এছাড়া মলদ্বীপেও এবার সরাসরি বিমান চালানোর অনুমতি পাওয়া গিয়েছে ভারত থেকে। ভারত এবং মলদ্বীপের মধ্যে বিমান পরিষেবাও ক্রমশ মসৃণ হতে শুরু করে দিয়েছে। কানাডায় স্বীকৃত করোনার টিকাগুলো হল ফাইজার, বায়োএনটেক, মডার্না, কোভিশিল্ড বা জনসন অ্যান্ড জনসন।
ব্যুরো রিপোর্ট