Market
ভারতীয়দের জন্য দরজা খুলছে বিভিন্ন দেশ। মালদ্বীপ, সুইজারল্যান্ড, রাশিয়া বা আরব এমিরেটসের মত দেশে গত দেড় বছর ধরে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু বর্তমানে ভারতে করোনার উদ্বেগজনক পরিস্থিতি অনেকটাই কেটে গিয়েছে। তারসঙ্গে রয়েছে দ্রুত টিকাকরণ। যে কারণে সব দিক খতিয়ে দেখে আবারও খুলে দিতে চলেছে ভারতীয়দের জন্য সকল দরজা। ফলে মনে করা হচ্ছে, আবারও আন্তর্জাতিক ট্র্যাভেলিং ইন্ডাস্ট্রির পালে লাগবে হাওয়া।
জানা গিয়েছে, রাশিয়া বা সুইজারল্যান্ডের মত দেশগুলিতে শুধুমাত্র ঘুরে আসার জন্য ভারতীয়রা জানতে চাইছেন আগের থেকে অনেকটাই বেশি। প্রতিমাসেই ৩৫-৮৫% বেড়েছে এই জিজ্ঞাস্য।
মেক মাই ট্রিপ- ভারতের সর্ববৃহৎ অনলাইন ট্র্যাভেল পোর্টালে বিদেশ ভ্রমণের জন্য প্যাকেজ খোঁজার হিড়িক একধাক্কায় বেড়ে গিয়েছে ৩৫%। জুলাই মাসেই মালদ্বীপ বা রাশিয়ার মত দেশে ঘুরে আসার আগ্রহ দেখাচ্ছেন বহু মানুষই। থমাস কুকের ভারতীয় শাখাটিও ইউরোপ ভ্রমণে ইচ্ছুক মানুষের আগ্রহ বাড়তে দেখেছে এক সপ্তাহের মধ্যে ৫০%।
জানা গিয়েছে, অতিমারির প্রথম ঢেউয়ের পর দেশ ভ্রমণ নেমে আসে তলানিতে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে পড়তে হয় বড়সড় আর্থিক ধাক্কার মুখে। আর ভারত থেকে প্রতিবছরই বহু মানুষ বিদেশ ঘুরে আসেন। সেদিক থেকে দেখতে গেলে, আন্তর্জাতিক ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিকভাবে ভারতবর্ষের ভূমিকা যথেষ্ট। তাই ভারতীয়দের জন্য ফের দরজা খুলে যাওয়ায় আশা করা যায়, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে।
ব্যুরো রিপোর্ট