Market
ভারতের গাড়ি বাজারে বড় ধাক্কা। ব্যবসা গোটাচ্ছে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড। জানা গিয়েছে, দেশের দুটি কারখানাতেই ঝাঁপ ফেলতে চলেছে ফোর্ড। লাভের মুখ সেভাবে দেখতে না পাওয়ার কারণেই ভারতে গাড়ি তৈরিতে দাঁড়ি টানল এই সংস্থা।
ভারতের বাজারে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ দেখেছে ফোর্ড এরপরেই নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার তরফ থেকে। গুজরাত এবং চেন্নাইতে ফোর্ডের যে দুটি কারখানা আছে, সেই দুটি কারখানাই বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগতে পারে এক বছর। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর জন্য ক্রেতারা এবং এই দুটি কারখানায় কর্মরত হাজার হাজার কর্মীদের যাবতীয় ক্ষতিপূরণ মিটিয়ে তবেই দেশ থেকে পাততারি গোটাবে ফোর্ড।
তবে ফোর্ডের এই ব্যবসা গোটানো কিন্তু প্রথম নয়। এর আগেও লোকসানের অঙ্ক মাথায় নিয়ে ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছে হিন্দুস্তান মোটোর্স এবং হার্লে ডেভিডসন। ফোর্ড সূত্রে খবর, গাড়ি কারখানা বন্ধ থাকলেও খোলা থাকবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই এবং গুজরাতের ওয়ার্কশপগুলি।
ব্যুরো রিপোর্ট