Market

উদ্বেগ থেকে রেহাই নেই দেশবাসীর। মাথা চাড়া দিয়ে উঠছে খাদ্যপণ্যের দাম। এই বিষয়ে সতর্ক করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট। যেখানে বলা হয়েছে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেলে আবারো মানুষের কাছে খাদ্যের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হবে। ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে বৈ কমবে না।
সূত্রের খবর, গত ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার রেকর্ড অঙ্ক ছুঁয়েছে। পৌঁছে গিয়েছে ৯.৫৬ শতাংশে। দেশের মানুষকে খাদ্যপণ্যের জন্য আগের থেকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। মনে করা হচ্ছে, এর অন্যতম প্রধান কারণ সরবরাহের সমস্যা। সঙ্গে রয়েছে কাঁচামালের অভাব। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। সবমিলিয়ে দেশের বাজারে উদ্বেগ থাকছেই করোনা আবহে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে এই সমস্যাগুলোই আরও বেশি করে মাথা চাড়া দিয়ে উঠবে। এর মধ্যে দেশ জুড়ে রাজ্যগুলি ফের নিজেদের মত করে কড়া বিধি নিষেধ জারি করতে শুরু করলে এই সকল সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠবে আরও বেশি। এমনিতেই এখন মানুষের হাতে সঞ্চয় কম। আর সঞ্চয় কম হওয়ার কারণে মানুষের মধ্যে অনিশ্চয়তা বেশি করে দানা বাঁধছে। এই অবস্থায় যদি আবারো খাদ্যপণ্যের দাম এভাবে মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে দুর্ভোগের অন্ত থাকবে না সাধারণ মানুষের।
ব্যুরো রিপোর্ট