Trending

টুইটারে নরেন্দ্র মোদির ফলোয়ারের সংখ্যা ছাড়াল ৭ কোটি। যা নিঃসন্দেহে এক নজির তৈরি করল বলেই মনে করছে গেরুয়া শিবির। এমনিতেই প্রথম থেকে নরেন্দ্র মোদির অনুরাগীর সংখ্যা খুব একটা কম নয়। প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছিল টুইটারে। এবার সব ছাপিয়ে ৭ কোটির গণ্ডি পেরিয়ে গেল মোদির ফলোয়ার সংখ্যা। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে এই খবর টুইট করে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী সবসময় টুইটারে অ্যাক্টিভ থাকেন। যেকোন বিষয় নিয়েই তিনি তাঁর মতামত তুলে ধরেন তা সে দেশ-বিদেশের বাণিজ্য সম্পর্ক হোক আর বিশ্বমঞ্চে ভারতীয়দের প্রতিনিধিত্ব। দেশবাসী সহ আপামর বিশ্ববাসীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রধানমন্ত্রী। বিজেপির পক্ষ থেকে এই খবর টুইট করার পরে তা রিটুইট করেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই ডিজিটাল ভারতের স্বপ্ন দেখতে শুরু করেন নরেন্দ্র মোদি। এরপর গোটা দেশজুড়েই ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এগোতে থাকে কেন্দ্রীয় সরকার। টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ৭ কোটি ছোঁয়ায় সেই লক্ষ্যেই আরও বেশ কিছুটা এগিয়ে গেল ডিজিটাল ভারতের চাকা।
ব্যুরো রিপোর্ট