Story
বাঙালিরা ব্যবসায় সফল হন না। অনেকেরই অনুযোগ। কিন্তু সেই অনুযোগগুলোকে উড়িয়ে দেবার মত সময় এসেছে এবার। বাংলা ও বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে তাকালে শোনা যায় ঠিক উল্টো কথা। চাঁদ সদাগর থেকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রত্যেকেই ছিলেন এই বাংলার সফল ব্যবসায়ী। তাই বাঙালি ব্যবসায় বিমুখ- প্রবচনটি কি পুরোপুরি সত্যি? নাকি মোটেও সত্যি নয়।
এই বাংলাতেই চালু কথা আছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। লক্ষ্মীলাভ বাঙালির হবেই হবে। যদি বাঙালি ব্যবসায় মেনে চলেন চাণক্যর কিছু নীতি। এই চাণক্যের নীতি মেনেই চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছিলেন মৌর্য সাম্রাজ্যের শিরোপতি। তিনি শুধু দার্শনিক বা কূটনীতিকই ছিলেন না। ছিলেন সে যুগের অর্থশাস্ত্রের রচয়িতা। বাণিজ্য ছাড়া অর্থশাস্ত্র অনেকটা সোনার পাথরবাটির মতন।
তাই আপনি যদি বাংলার ব্যবসায়ী হন কিংবা ব্যবসা করার কথা ভাবছেন বলে মনে করেন তাহলে আপনাকে আচার্য চাণক্য দিচ্ছেন কতগুলি পরামর্শ। আর বর্তমান দিনে চাকরির বাকরির যা হাল, সেখানে বাঙালির ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ ব্যবসা। তাই বাঙালি ব্যবসায়ীরা রজীবনে আজ থেকে আপন করে নিন আচার্য চাণক্যকে। এখানেই আসবে সফলতা। দেখুন আচার্য চাণক্য আপনাদের জন্য কি কি পরামর্শ দিচ্ছেন।
১। কী করছেন, কেন করছেন
ব্যবসা তো চাইলে শুরুই করা যায়। কিন্তু কী ব্যবসা করছেন এবং কেন করছেন এই প্রশ্নগুলো বারবার নিজেকে করুন। এমনকি এই ব্যবসায় সাফল্যের দিকটিতে আপনি কতটা নিশ্চিত, সেই বিষয়েও নিজের কাছে জানতে চান। সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তবেই ব্যবসায় নামুন।
২। সুনাম
চাণক্য তাঁর নীতিতে বলেছেন ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা করা খুবই জরুরি। সুনাম প্রতিষ্ঠিত করতে পারলে ব্যবসায় কোন বাধা থাকবে না। সফল ব্যবসায় সুনাম হচ্ছে একটি অন্যতম চাবিকাঠি। তাই ব্যবসা করতে নামলে সবার আগে সুনাম কিভাবে অর্জন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনার তৈরি পণ্যকেও গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে।
৩। গোপনীয়তা
অবশ্যই মাথায় রাখবেন ব্যবসায় সাফল্য পেতে গেলে নিজের গোপনীয়তা বজায় রাখা জরুরি। আপনি কি করতে চাইছেন বা আপনার যা মাস্টার প্ল্যান আছে। তা নিজের ভেতরেই রেখে দিন। কারুর সঙ্গে শেয়ার করলে আপনিই হয়ত পিছিয়ে পড়তে পারেন।
৪। কর্মচারী নিয়োগ
আচার্য চাণক্যের নীতি মানলে কখনোই ব্যবসায় মূর্খ কর্মচারী নিয়োগ করা উচিৎ না। কারণ মূর্খ কর্মচারী একটি ব্যবসাকে পথে বসিয়ে দিতে পারে। তাই সুযোগ্য, বুদ্ধিমান কর্মচারী নিয়োগ করা উচিৎ। যে সময়ের মধ্যে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে ভালো স্যালারি দিতেও কার্পণ্য করা উচিৎ নয়।
৫। সততা
ব্যবসায় সততা যেমন জরুরি তেমনি পরিস্থিতি বুঝে তবেই সততার পরিমাণ বিচার করা উচিৎ। ব্যবসা বাড়ানোর জন্য আপনাকে অনেকরকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কিন্তু কোথায় কতটুকু সততা দেখালে আপনি ব্যবসার চাবিকাঠি হাতে রাখতে পারেন সেইদিকে বিশেষভাবে নজর দিন। কখনোই অতিরিক্ত সততা দেখাবেন না। ব্যবসায় ভরাডুবি হতে পারে।
কি ভাবছেন তো ভিডিওটি দেখার পর যে এই ভুলগুলি আপনিও করেছিলেন। তো ভুল করেছেন তো কী হয়েছে। দয়া করে ভুল আর বয়ে বেরাবেন না প্লিজ। দেখুন, একটু চেষ্টা আর একটু অনুসরণ। বদলে দেবে আপনার ব্যবসার গ্রাফটাকে। তখন আপনি নিজের মনেই বলবেন জয় চাণক্যের জয়। এই ভিডিওটি আগে কেন দেখলাম না। হ্যাঁ। এরকম আরো অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব আমরা। কথা দিচ্ছি। কারণ আমরাও চাই সোনার বাংলায় আবারো ঘরে ঘরে ফিরে আসুক চাঁদ সদাগর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মত ব্যবসায়ীরা। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আর সার্থকতা পরিপূর্ণতা পাবে যদি ভিডিওটি আপনারা লাইক করেন, শেয়ার করেন। আর সবসময় আপডেটেড থাকতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মনে করিয়ে দিই আরো একবার। আমাদের ঠিকানা একটাই। বিজনেস প্রাইম নিউজ।