Trending
আর পাঁচটা দিনের থেকে আলাদা হয়ে থাকল এদিনের রায়গঞ্জ মেডিকেল কলেজ। জেলার লোকশিল্পীদের ডেডিকেটেড ভ্যাক্সিনেশন ক্যাম্পে এসে শিল্পীরা বার্তা দিলেন পুজোর।
আসন্ন দুর্গা পুজোয় শিল্পীরা যাতে সুপার স্প্রেডার না হয়ে ওঠেন সে কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি রায়গঞ্জ মেডিকেল কলেজে হয়ে গেল জেলার লোকো শিল্পীদের জন্য বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্প।
হাসপাতালের রোজকার ঝগড়া ঝামেলার মধ্যে লোকো শিল্পীদের ভ্যাকসিনেশনে হঠাৎই পুজোর আমেজ নেমে আসে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।
ভ্যাকসিনেশনের হুড়োহুড়িতে বাদ পড়ে গিয়েছেন অনেক লোকো শিল্পী। তাই পুজোর আগে শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, তাঁরা যাতে সুপার স্প্রেডার না হয়ে ওঠেন সেদিকে সজাগ দৃষ্টি রেখে প্রশাসনের পক্ষ থেকে শিল্পীদের ভ্যাক্সিনেশন করানো হলো। পুরো ক্যাম্পেই তদারকি করলেন জেলার তথ্য সংস্কৃতিক আধিকারিক রানাদেব দাস।
শিল্পীরা নানা ধরনের মুখোশ পড়ে। কেউ অসুর সেজে, কেউবা আবার মা দুর্গা সেজে চলে আসেন সটান হাসপাতালে। শিল্পীদের দেখতেই বদলে যায় হাসপাতালে পরিবেশ- কিছুক্ষণের জন্য।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর