Market
উদ্বেগ বাড়িয়ে দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। দেশের অর্থনীতি আরও একবার সংকোচনের মুখোমুখি দাঁড়ায়। শিল্প থেকে ব্যবসা বাণিজ্য সর্বত্রই লাগে এই ঢেউয়ের ধাক্কা। বাদ যায় নি এফএমসিজি। কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা।
দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লাগলেও এফএমসিজি যেটুকু সংকোচন দেখেছে তা থেকে প্রমাণিত হয় যে অন্যান্য ক্ষেত্রের থেকে অনেক বেশি ভালো জায়গায় রয়েছে এই সেক্টর। এপ্রিল-জুন মাসে এফএমসিজির বাজারে বিক্রিতে ভাটা নামে মাত্র ২%। তার অন্যতম প্রধান কারণ আগাম প্রস্তুতি।
দেখা গিয়েছে, এফএমসিজি সেক্টরের সঙ্গে জড়িত সংস্থাগুলি প্রথম ঢেউ থেকে শিক্ষা নিয়ে প্রাক-দ্বিতীয় ঢেউয়ে নিজেদের যতটা সম্ভব প্রস্তুত রাখতে সমর্থ হয়েছে। সঙ্গে তাল মিলিয়েছে ই-কমার্স সেল। যার দরুণ দেশের ৫২টি শহরে এফএমসিজি’র বিক্রি অনেকটা বেড়েছে। এমনকি গ্রামীণ এলাকায় এফএমসিজির বিক্রি থেকেছে নজর কাড়ার মত। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু প্রথম ঢেউয়ের মত গোটা দেশজুড়ে আর লকডাউন জারি হয়নি, তাই সাপ্লাই থেকে ব্যবসা সবই এগিয়েছে মসৃণ গতিতে।
ব্যুরো রিপোর্ট