Market
বি পি এন ডেস্ক: অতিমারির ধাক্কা খেয়ে এফএমসিজির বাজারে নামে পতন। এশিয়ার মার্কেটে ব্যবসার মুখ থাকে নিচের দিকে। তারপর ক্রমশ অর্থের চাকা ফের ঘুরতে শুরু করলে ব্যবসার গ্রাফ ওপরের দিকে উঠতে শুরু করে। যার সরাসরি প্রভাব পড়ে এশিয়ান মার্কেটে। ভারত এবং চিন সহ গোটা এশীয় বাজারেই এফএমসিজির ব্যবসা ফের ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞমহলের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পাশাপাশি ব্যবসা এবং গ্রাহকদের মধ্যে ফিরে এসেছে বিশ্বাস।
গত অতিমারি বছরে এফএমসিজির ভ্যালু হ্রাস পায় ১.৯ শতাংশে। যদিও গত অক্টোবর-ডিসেম্বর মাসে সেই ঘাটতি পূরণ হয়ে পৌঁছয় ৭.৩ শতাংশে। এই বৃদ্ধির কারণ হিসেবে উঠে এসেছে টানা তিন মাসের উৎসব। আমাদের দেশে গত এপ্রিলে ভরা লক ডাউনের কারণে ব্যবসায় পতন ঘটে ৪০%।
লকডাউনের মাসগুলোয় সাপ্লাই চেনের পাশাপাশি উৎপাদনেও ধাক্কা খেয়েছিল ব্যবসা। কিন্তু আর্থিক দুরবস্থা কেটে ওঠার পাশাপাশি গোটা এশিয়াতেই স্থানীয় ব্র্যান্ডগুলোর দৌলতে বিক্রি বেড়েছে ৬২%। গ্রাহকদের মধ্যে অনলাইনে হাইপারমার্কেট এবং সুপার মার্কেট মারফৎ নতুন প্রোডাক্ট কেনার চাহিদাও বেড়েছে। কম দামে, ভালো জিনিস বিক্রি হচ্ছে সাবধানতা এবং স্বাস্থ্যবিধি মেনে। যার ফলে এশিয় গ্রাহকদের মধ্যে বেড়েছে ভোগ্যপণ্য কেনার চাহিদা।।