Trending
বেকারত্ব দূর করতে মাস্টারস্ট্রোক অর্থমন্ত্রীর। উপকৃত হবে ১ কোটি যুবক যুবতী। বিভিন্ন চাকরিক্ষেত্রে থাকছে তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা। চাকরির সুযোগ থাকবে ৫০০ শীর্ষ সংস্থায়। অর্থমন্ত্রীর ঘোষণা শুনে পাল্টা কংগ্রেস। তাদের কথাই নাকি নকল করা হয়েছে, কটাক্ষ কংগ্রেসের।
এনডিএ সরকারের তৃতীয় ইনিংসের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল বেকারত্ব দূরীকরণ। কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে বাজেটে। দেওয়া হবে ইনসেনটিভও। জোর দেওয়া হবে ইপিএফও-তে। যারা নতুন চাকরিতে জয়েন করবেন তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
আর এখানেই শোনা গেল কংগ্রেসের কটাক্ষ। কতাক্ষের সুর কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, বাজেটে তাদের অর্থাৎ কংগ্রেসের কথাই নাকি নকল করেছেন মোদী সরকার। জাতীয় কংগ্রেসের ন্যায় পত্র ২০২৪-এর নকল করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জাতীয় কংগ্রেসের পেহলি নকরি পাক্কি প্রকল্পের হুবহু অনুকরণ করা হয়েছে বলে আওয়াজ তোলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
কেন্দ্র খবরের শিরোনামে থাকতে চেয়ে কংগ্রেসের প্ল্যানকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সকলের সামনে তুলে ধরেছে। তবে কেন্দ্র ১ কোটি ইন্টার্নশিপকে টার্গেট করেছে। কিন্তু গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য কোন টার্গেট সেট করা হয়নি। তবে, কংগ্রেস কিন্তু সকলের জন্যই ভেবেছিল বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল সমস্ত ডিপ্লোমা হোল্ডার এবং গ্র্যাজুয়েট- যাদের বয়স ২৫ বছরের নীচে, তাদের ১ লাখ টাকা করে অ্যাপ্রেন্টিশিপ স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু এবারের কেন্দ্রীয় বাজেটে জানানো হয়েছে, মোদী সরকারের নতুন প্ল্যানে ৫ বছরে ১ কোটি যুবক যুবতীদের সুবিধার কথা উল্লেখ করা আছে। এই প্রকল্পের আওতায় যারা থাকবেন তাদের প্রতিমাসে ৫ হাজার টাকা ইনসেনটিভ দেওয়া হবে।
পিএম এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের আওতায় কর্মসংস্থানের জন্য তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক- ফার্স্ট টাইমারস, দুই- উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি এবং তিন- কোম্পানিকে সহায়তা প্রদান। এই তিনটি স্কিমের মাধ্যমে কর্মচারীকে সহায়তা দেওয়া হবে। আর্থিক সাহায্য করা হবে কোম্পানিকে। ফলে প্রচুর যুবক যুবতীরা যে উপকৃত হবেন- তা বলাই যায়।
সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।