Market
পুজোর মুখেই অতিবৃষ্টি। তার জেরেই নিচু জমিতে এখনও জমে আছে জল। ফলে ক্ষতির অঙ্ক ক্রমশই বাড়ছে ফুলচাষিদের।
উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামে প্রায় দুই বিঘা জমিতে বাসন্তী এবং লাল গাঁদা ফুলের চাষ করেছিলেন পরিমল মণ্ডল। দুর্গা পুজো থেকে কালী পুজো। উৎসবের মরশুমে ফুল ভালো বিক্রির আশাতেই পরিমলবাবু এই চাষ করেন। কিন্তু অতিবৃষ্টি লাভের অঙ্ক তো দূর, বরং ক্ষতির বোঝাই চাপিয়ে দিল ঘাড়ের উপর।
তবে পুজোর আগে যাতে এভাবে ফুল চাষিদের আর্থিক ক্ষতির মুখে না পড়তে হয় তার জন্য কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে কৃষি দফতর। এমনকি জমিতে এসে নিজের চোখে দেখে যাচ্ছেন ক্ষতির বহর। প্রয়োজনমত দিচ্ছেন পরামর্শ।
নিচু জমিতে চাষ যেন পরিমলবাবুর মত ফুল চাষিদের কাছে অভিশাপ ডেকে এনেছে। এখন কিভাবে গাছগুলোকে বাঁচানো সম্ভব? সেই বিষয়ে পরামর্শ দিলেন গাইঘাটা ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রত্যুষা বক্সী।
পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যে ফুলের দাম বাজারে ৫০ টাকা কেজি। অথচ বৃষ্টির আগে দাম ছিল মাত্র ১০ টাকা কেজি। দাম চড়ায় পরিমলবাবু ভেবেছিলেন ভালো লাভের মুখ দেখতে পারবেন। কিন্তু বৃষ্টি ঘটাল বিনা মেঘে বজ্রপাত। তবু কৃষি দফতরের পরামর্শ মেনে যতগুলো গাছ বাঁচানো যায় সেটাই লাভ।
দেবস্মিতা মণ্ডল
উত্তর ২৪ পরগনা