Trending

ভয়াবহ বন্যার সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। আর সেই বন্যার সাক্ষী থাকবে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ চাঁদ। এমনই সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ২০৩০ দশকে আজ থেকে দশ বছর পরে বারেবারে বন্যার কবলে পড়বে পৃথিবীর বহু সমুদ্র তীরবর্তী উপকূল এলাকা। কিন্তু কেন এমন হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকতে হবে পৃথিবীকে?
নাসা তাদের যে গবেষণাপত্রে এই ভয়াবহ বিপদের কথা জানিয়েছে সেখানে বলা হয়েছে, কক্ষপথে একটু হেলে পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করে। আর পৃথিবীকে প্রদক্ষিণের পথে সাড়ে ১৮ বছরের একটি চক্র রয়েছে চাঁদের। এই চক্রের অর্ধেকটা সময়েই পৃথিবীর সমস্ত মহাসাগর, সমুদ্রে ভাটার চেয়ে জোয়ার অনেকটাই বেশি হয়। বর্তমানে জোয়ারের চেয়ে ভাটার প্রাবল্যই বেশি চলছে। যা বদলে যেতে চলেছে তৃতীয় দশকের শুরুতেই।
নাসার মুখ্য প্রশাসক বিল নেলসেন জানিয়েছেন, চাঁদের এই ব্যপারটির সঙ্গে জলবায়ু পরিবর্তন ব্যপকভাবে সাক্ষী থাকবে। তার সঙ্গে উষ্ণায়ন, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি সবই একসাথে হাজির হবে। ফলে আমেরিকা সহ বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের উপকূলীয় এলাকাগুলিতে জোয়ারের অস্বাভাবিক প্রাবল্যের কারণে চরম সমস্যার মুখোমুখি হবে বহু এলাকা। উল্লেখ্য, নাসার এই সতর্কবার্তায় রয়েছে ভারতের নামও।
ব্যুরো রিপোর্ট