Market

একদিকে যখন কর্ণাটক হাইকোর্ট অসাধু ব্যবসায়ী নীতির কারণে ফ্লিপকার্টকে কাঠগড়ায় তুলছে, তখন এই ফ্লিপকার্টই রাজ্যে তৈরি করছে নতুন কাজের সম্ভাবনা। কারণ এই রাজ্যেই তৈরি হতে চলেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়্যারহাউস বা ফুলফিলমেন্ট সেন্টার।
সূত্রের খবর, ডানকুনিতে এই ফুলফিলমেন্ট সেন্টার তৈরি হবে ২.২ লক্ষ স্কোয়ারফিট জায়গার ওপর। এবং এর দরুণ প্রায় ৩৫০০ জন সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই সেন্টারটি ফ্লিপকার্ট ছাড়া মিন্ত্রাও ব্যবহার করবে।
ফ্লিপকার্টের পক্ষ থেকে এই ওয়্যারহাউজটি তৈরি হলে রাজ্যে এক বড় কর্মক্ষেত্রের সম্ভাবনা তৈরি হবে। যেখানে সরাসরি ৩৫০০ মানুষের কর্মসংস্থান হবে। শক্তিশালী হবে রাজ্যের ছোট এবং মাঝারি ব্যবসায়ী।
ব্যুরো রিপোর্ট