Market

বেকারত্ব যখন প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক তখনই স্বনির্ভর হয়ে ওঠার দিশা দেখাল জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। নিজের ব্যবসাকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও ছড়িয়ে দেবার জন্য একেবারে নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির হল এই সংস্থা। ফ্লিপকার্ট জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের তৈরি করা পণ্য বিক্রি করার সুযোগ পাবেন। নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে Shopsy App।
এই অ্যাপটি চালু হয়ে গেলে দেশের ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীরা তাদের বানানো বিভিন্ন সামগ্রী অনলাইনে বিক্রি করতে পারবেন। তা সে ঘরোয়া সামগ্রী হোক আর মোবাইল কভার হোক।
দেশের যেকোন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই অ্যাপে যুক্ত হতে পারবেন। তারজন্য কোনরকম বিনিয়োগের প্রয়োজনও পড়বে না। ফ্লিপকার্টের ব্যবসায়ীক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসা প্রসারিত করার জন্য ফ্লিপকার্ট ক্যাটালগ, ডেলিভারি নেটওয়ার্ক এবং উপযুক্ত পরিকাঠামোর সুযোগ পাওয়া যাবে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা মোবাইল নাম্বার দিয়ে নিজেদের নাম রেজিস্টার করে তাঁরা বিক্রি করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাগ্য অনলাইনে তেমন একটা চওড়া নয়। ফ্লিপকার্টের মত ব্র্যান্ড সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকটাই লাভের মুখ দেখাতে পারবে বলে মনে করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৩ সালের মধ্যেই আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসায়ীকে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে।
ব্যুরো রিপোর্ট