Daily

ঝড় – জল – ঝঞ্ঝা, সে যাই হোক না কেনো, এবার থেকে আপনার দুয়ারে ওষুধ নিয়ে উপস্থিত হবে ফ্লিপকার্ট। গ্রাহকদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য ফ্লিপকার্ট হেলথ প্লাস নামে একটা দুর্ধর্ষ প্রজেক্ট শুরু করেছে জনপ্রিয় এই ই – কমার্স সাইটটি। শুধু কি ওষুধ? মেডিক্যাল কনসালট্যান্ট থেকে শুরু করে ডায়াগনস্টিক্স, সমস্ত সুবিধে পাবেন এই প্লাটফর্মে।
সম্প্রতি সস্তাসুন্দর মার্কেটপ্লেসে দুর্দান্ত টেকওভারের পর এবার থেকে গ্রাহকদের দুয়ারে ওষুধ পৌঁছে দেবে জনপ্রিয় এই ই – কমার্স সাইটটি। সম্প্রতি ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম সস্তাসুন্দরের একটা বড় স্টেক কিনে নিয়েছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট হেলথ প্লাস পরিষেবার সাহায্যে ভারতের অন্যতম প্রধান এই ই-কমার্স প্ল্যাটফর্মটি স্বাস্থ্য-প্রযুক্তি ইকোসিস্টেমে গ্রাহকদের এন্ড-টু-এন্ড অফার দেওয়ার জন্য সস্তাসুন্দর-এর দক্ষতাকে কাজে লাগাবে।
ভারতীয় ব্যবহারকারীদের গুণমানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার অ্যাক্সেস প্রদান করাই হলো ফ্লিপকার্ট ই – কমার্সের মূল লক্ষ্য। আর সেই জন্যে, প্রথমে তারা ই-ফার্মাসি দিয়ে শুরু করার পরিকল্পনা করেছে। যার অর্থ ফ্লিপকার্ট হেলথ প্লাস ব্যবহারকারীদের তার অনলাইন পোর্টালের মাধ্যমে ফার্মাসিউটিক্যালস ক্রয় করতে দেবে। এবং গ্রাহকদের বাড়িতেও পরবর্তীতে তা পৌঁছে দেবে বলে জানিয়েছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট