Market
করোনার ধাক্কা কাটিয়ে উঠল ফ্লিপকার্ট। গত বছরের তুলনায় এবছরে শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশ। পরিসংখ্যান বলছে, অ্যামাজনের তুলনায় ফ্লিপকার্টে কেনার ঝোঁক দেখা যাচ্ছে গ্রাহকদের মধ্যে। চলতি বছরে নভেম্বর মাসে অনলাইন কেনাকাটা বেশি করেছেন ফ্লিপকার্টে গ্রাহকেরা। বিশ্ব বাজারে এই সংস্থা আয় করেছে ৯.২ বিলিয়ন ডলার। দিওয়ালিতে ১১ শতাংশ হারে বিকিকিনি করে লক্ষ্মীর আগমন হয়েছে। এবার অ্যামাজনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের দাপট অব্যাহত রাখল অনলাইনের বাজারে ফ্লিপকার্ট।
উৎসবের মরশুমেও নিজের পাল্লা ভারী করল ফ্লিপকার্ট। এদিকে অ্যামাজনও নিজের দাপট অব্যাহত রাখতে মরিয়া। প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে গত বছরে বিক্রির পরিমাণ ছিল ২৫%। এবার সেই রেকর্ড ব্রেক করে দীপাবলিতে অর্থনীতির বাজারে নিজের পারফর্ম্যান্স তুলে ধরল। এক ধাক্কায় বিক্রির বহর বেড়ে গেল ৭%। গত বছর নভেম্বর মাসে যেখানে এই সংস্থা ৮ বিলিয়ন ডলার আয় করেছিল। এবছর সেখানে এই সংস্থা ৯ বিলিয়ন ডলারের মুখ দেখল। যাই হোক না কেন, প্রতিযোগিতার বাজারে জয়ের শিরোপা ছিনিয়ে নিল ফ্লিপকার্ট। তার দখলে রাখল ৬০% শেয়ার।
ব্যুরো রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ