Market

এই বছরের মধ্যেই ব্যবসায়ীদের সংখ্যা আরো বাড়তে চলেছে ফ্লিপকার্টে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ৪.২ লক্ষ ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হবে ফ্লিপকার্টের মত জনপ্রিয় ই-কমার্স সাইট ব্যবহার করার জন্য।
সম্প্রতি ওয়ালমার্ট অধিকৃত এই ই-কমার্স সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ৭৫ হাজার ব্যবসায়ী যুক্ত হয়েছেন ফ্লিপকার্টের সঙ্গে। যা নিঃসন্দেহে ফ্লিপকার্টের ব্যবসাকে অনেকটা জ্বালানি দিয়েছে বলে মনে করা হচ্ছে।
অতিমারি পর্ব থেকে ফ্লিপকার্টের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পায়। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের অনেকেই ফ্লিপকার্টকে তাঁদের ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করতে শুরু করে। মূলত জয়পুর, আগ্রা, ইন্দোর, রাজকোট বা সুরাতের মত বহু জায়গা থেকেই ফ্লিপকার্টকে ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। ফ্লিপকার্টের এই ঘোষণা অ্যামাজনকে কড়া প্রতিদ্বন্দীতায় ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
ব্যুরো রিপোর্ট