Daily

‘লাভ ইট অর রিটার্ন ইট’ প্রোগ্রাম নিয়ে এলো ফ্লিপকার্ট। প্রিমিয়াম স্মার্টফোনের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মাঝে এই দুর্দান্ত প্রোগ্রাম নিয়ে এলো জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। আপাতত এই প্রোগ্রামে ফ্লিপকার্ট পাশে পাচ্ছে স্যামসাংকে।
কী এই ‘লাভ ইট অর রিটার্ন ইট’ প্রোগ্রাম? গ্রাহকরা স্যামসাং- এর কিছু প্রিমিয়াম স্মার্টফোন অর্ডার করে ১৫ দিন ব্যবহার করার পর পছন্দ না হলে সেটি আবার সেটা রিটার্ন করে দিতে পারেন। কোনো চিন্তা নেই। রিটার্নের পর পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে রিফান্ড করবে ফ্লিপকার্ট। সেক্ষেত্রে গ্রাহকেরা যে কোনও কারণেই সেই স্মার্টফোন রিটার্ন করতে পারবে।
এই মুহূর্তে দেশের বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, দিল্লি, মুম্বই, গুরুগ্রাম, আহমেদাবাদ, কলকাতা এবং চেন্নাইতে ফ্লিপকার্ট এই প্রোগ্রাম চালু হয়েছে। প্রিমিয়াম স্মার্টফোন কিনতে গ্রাহকদের আরও বেশি করে আগ্রহী করে তোলাই হলো এই প্রোগ্রামের মূল লক্ষ্য। গ্রাহকদের সমস্যার সমাধানও হয়ে যাবে এই প্রোগ্রামের মাধ্যমে।
ব্যুরো রিপোর্ট