Daily

অক্টোবরের শেষে আবাসন শিল্প কিছুটা ঘুরে দাঁড়ালেও নভেম্বরের হাল সেই বেহালই। করোনা বিপর্যয়ের জেরে ঢিমেতালে চলতে থাকা অর্থনীতির মধ্যে অক্টোবরের আবাসন শিল্পের চাকা ব্যবসায়ীদের মুখে কিছুটা আশা ফুটিয়েছিলও। কিন্তু এবার ফের মুখ থুবড়ে পড়লো তা। ধাক্কা খেয়েছে বাড়ি-ফ্ল্যাটের চাহিদা।
অক্টোবর থেকে নভেম্বরে বৃহত্তর কলকাতায় বাড়ি বা ফ্ল্যাটের চাহিদা কমেছে ৬২%। তবে এতে মোটেই আশাহত নন শিল্পমহলের সংশ্লিষ্ট ব্যাক্তিরা। কারণ জানুয়ারি থেকে নভেম্বরের হিসেব বলছে অন্য কথা। বাজেটে ২% স্ট্যাম্প ডিউটি ছাড়ের পর নথিভুক্তি বেড়েছে ৭১%। আসলে প্রাথমিক ঘোষণার উপর ভিত্তি করেই অক্টোবরে ক্রেতারা বাড়ির নথিভুক্তিকরণ করে রেখেছিলো। পরে সেই সময় জানুয়ারি অবধি বর্ধিত হলেও, উৎসবের মরশুম চলায় রেজিস্ট্রেশন অফিস ছিল বন্ধ। যা কিনা নভেম্বরে নথিভুক্তিকরণ কমার অন্যতম কারণ।
তাই অক্টোবর থেকে নভেম্বরের পারফরম্যান্স নিয়ে চিন্তিত না হয়ে বরং জানুয়ারি থেকে নভেম্বরের রিপোর্ট দেখেই স্বস্তির নিশ্বাস ফেলছে শিল্প মহল।
ব্যুরো রিপোর্ট