Market
করোনা আবহে ভারত যতই আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলুক, অনিশ্চয়তার খাঁড়া কিন্তু ঝুলেই রইল। সম্প্রতি মূল্যায়ন সংস্থা ফিচ ভারতকে রেটিং দিল – বিবিবি। যা কার্যত ভারতের জন্য অশনি সংকেত তো বটেই। কারণ বিরোধীরা মনে করছে, ভারতের রেটিং যদি আর এক ধাপ নেমে আসে তাহলে ভারতের বাজার লগ্নিকারীদের জন্য যোগ্য হবে না। যা কার্যত দেশের অর্থনীতির চাকাকে অনেকটা অমসৃণ করে দেবে।
সরকার অবশ্য এই রেটিংয়ের দিকে তাকিয়েও একেবারে অন্য সুরে কথা বলছে। জানা গিয়েছে, এখন ক্রমশই দেশে বিদেশি মুদ্রা বাড়ছে। একইসঙ্গে সংস্কারের দিকেও নজর রেখেছে কেন্দ্র। ফলে সরকার যতই ঋণভারে ডুবে থাকুক আর যতই দেশের আর্থিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়ুক, ভবিষ্যতে সরকারের আর্থিক পরিকাঠামো অনেকটাই মজবুত হবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকরা। যার মধ্যে অন্যতম সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ। কিন্তু আর্থিক উন্নতির জন্য পরিকাঠামোর সংস্কার না হলে এবং অর্থনীতিকে ভালোভাবে ঘুরে না দাঁড় করাতে পারলে কতটা স্থিতিশীল থাকবে ভারতের বাজার? আপাতত সেই প্রশ্নই জিইয়ে রাখলেন আর্থিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট