Trending
মৎস্যচাষিদের আর্থিক উন্নতির জন্য সারা বছরেই বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে রাজ্য সরকার। তারই একটুকরো ছবি ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়। সটান মুর্শিদাবাদ থেকে।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক মৎস্য দফতরের উদ্যোগে উপকৃত হলেন ১৯ জন মৎস্যচাষি। তাঁদের প্রত্যেককে এক হাজার মাছের চারা দেওয়া হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম দিন থেকেই রাজ্যের সকল চাষিদের অর্থনৈতিক ভিত কিভাবে মজবুত করা যায়, সেদিকেই খেয়াল রেখেছে। এদিনের মাছের চারা বিতরণ তারই এক জলজ্যান্ত প্রমাণ।
এদিনের বিতরণী পর্বে উপস্থিত ছিলেন খরগ্রাম ব্লক আধিকারিক বাপি ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আবুল হাসনাত, মৎস্য দপ্তরের আধিকারিক স্বপন বয়াল সহ অন্যান্যরা। মাছের চারা হাতে পেয়ে খুশি মৎস্যচাষিরা।
কুশল শরিফ
মুর্শিদাবাদ