Market

দুনিয়া জুড়ে ক্রমশই বাড়ছে ডিজিটাল মুদ্রার জনপ্রিয়তা। ভারতেও ক্রিপ্টোকারেন্সি মানুষের মধ্যে কৌতূহল তৈরি করছে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি প্রচলন রয়েছে বিটকয়েনের। আগামীদিনের মুনাফার আশায় অনেকেই এখন ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করতে শুরু করেছেন। কিন্তু জানেন কি এমন একটি দেশ রয়েছে, যেখানে প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল মুদ্রার ব্যবহার হয়ে থাকে? এমনকি গ্রামের মানুষেরা মুদি দোকান, বাজারহাট সবই করে থাকেন ডিজিটাল মুদ্রা লেনদেন করেই।
দেশটা হচ্ছে এল-সালভাদর। যেখানে ক্রিপ্টোকারেন্সির দাম কয়েক মিলিয়ন সেখানে এই গ্রামের মানুষেরাই সব্জি-বাজার করছেন এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেই। এখানে বিটকয়েনকে বিনিময়ের মুদ্রা হিসেবে ব্যবহার করছে সেই দেশের প্রশাসন। দিয়েছে বৈধতাও। বিনিময় মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে রাষ্ট্রীয় স্বীকৃতি বিশ্বে প্রথম।
এল-সালভাদরের এই গ্রামে বসবাস করেন ৫০০ জন মানুষ। এই গ্রামের অধিকাংশ মানুষের কোন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আর সেই কারণেই এখানকার মানুষদের বড় ভরসা এই ক্রিপ্টোকারেন্সি। তাই বিভিন্ন ছোট ছোট কাজেও এদের ভরসা করতে হয় সেই ক্রিপ্টোকারেন্সির ওপর। বর্তমানে সেই দেশের সংসদ এই ডিজিটাল কারেন্সির ব্যবহারকে বৈধ ঘোষণা করেছে ঠিকই। কিন্তু মজার ব্যপার হল, বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলের মানুষেরা ডিজিটাল মুদ্রাই ব্যবহার করছেন।
ব্যুরো রিপোর্ট