Daily
এসে গিয়েছে আষাঢ় মানে বর্ষার মরশুম। ভোজনপ্রিয় বাঙালির পাতে ওঠার কথা রুপোলী শস্যের। মাছে ভাতে বাঙালির এই চাহিদা পূরণ করতে মরশুমের প্রথম ইলিশ হাজির ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মাছের আড়তে। বৃহস্পতিবার রাতে আড়তে ঢুকল প্রায় আড়াই থেকে তিন টন ইলিশ। যা মাছ ব্যবসায়ীদের মুখের হাসি চওড়া করেছে।
জানা গিয়েছে, এই ইলিশগুলির ওজন ৫০০ গ্রামের কাছাকাছি। পাইকারি বাজারে এই ইলিশগুলি বিক্রি হবে ৬০০ টাকা কেজিতে। গত তিন বছরে সেভাবে ইলিশের দেখা না মেলায় বর্ষার মরশুমে ইলিশের খরা দেখা যায় বাজারে। কিন্তু সমুদ্রে মাছ ধরায় উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। আর যে কারণে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে যাওয়ায় প্রথমবারেই তিন টনের মতন ইলিশ উঠে আসে মৎস্যজীবীদের জালে। এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় বাজারে ইলিশের চাহিদা ভালোরকম মিটবে তো বটেই। একইসঙ্গে মৎস্যজীবীদের ভাগ্যও অনেকটা খুলে গেল।