Prime
Daily
সুন্দরবনের বাঘের থাবায় মৃত মৎস্যজীবী
By sanchitabpn21 | August 20, 2021
Daily
বাঘের আক্রমণে প্রাণ গেল সুন্দরবনের আরও এক মৎস্যজীবীর। তাঁর নাম অন্ন দাস। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার ঝিলার জঙ্গলে। ঘটনার বিবরণে গ্রামবাসীর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মৎস্যজীবী দলের সঙ্গে মাছ ধরে ফিরছিল। ফেরার সময় অন্ন দাসকে বাঘে ছোঁ মেরে জঙ্গলের দিকে নিয়ে যেতেই বাকি মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন এবং বাঘ মৃতদেহ ফেলে পালায়। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের।
মৎস্যজীবীর মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তবে বনদপ্তর তদন্ত শুরু করেছে যে আদৌ ঐ দলটি নিয়মকানুন মেনে বাফার জোন থেকে কোর এরিয়ায় ঢুকেছিল কিনা।
অঙ্কিত মুখার্জি , উত্তর ২৪ পরগনা