Prime
Daily
বর্ষা আসলেও, রূপোলি রানী ইলিশ সাধ্যের মধ্যে আসছে কই ?
By sanchitabpn21 | July 24, 2021
Daily
বর্ষা আসলেও, রূপোলি রানী ইলিশ সাধ্যের মধ্যে আসছে কৈ! সারাবছর ধরে মাত্র এই কটা দিন পাতে ইলিশ পড়ার অপেক্ষায় থাকে বাঙালি। কিন্তু বাজারে তার দাম দেখে চোখ কপালে উঠেছে বেশিরভাগের।
তেমন যোগান নেই ইলিশের। আর বাজারে গিয়ে দাম শুনলেই ছ্যাঁকা খাবার মতো অবস্থা। ৪০০-৫০০ গ্রামের ইলিশ বিকোচ্ছে প্রায় ১০০০ টাকা কেজি দরে। আর দের কেজির ইলিশ বিকোচ্ছে ২হাজার টাকা কেজি দরে। কাজেই ইলিশের স্বাদ পেতে এখনই সুযোগ পাচ্ছেন না বাঙালি।
দাম কমা নিয়ে নিশ্চিতভাবে আশার কথা শোনাতে না পারলেও, প্রায় ৬ হাজার ইলিশ নিয়ে নামখানা ঘটে ট্রলার ঢুকেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইলিশ ধরা পড়লেও চাহিদার তুলনায় যোগান বেশ কম। তবে সামনেও পূর্ণিমার কোটাল। তখন হয়তো ইলিশ ধরা পড়তে পারে মৎস্যজীবীদের জালে। এখন বাঙালি কবে কব্জি ডুবিয়ে ইলিশ ভাপা খেতে পারবেন সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট