Trending

নিখুঁত ছবি পেতে আমরা জুম করে থাকি। কিন্তু অতিরিক্ত জুম করলে সেই ছবি ফেটে যায়। তখন আর ছবির সৌন্দর্যই থাকে না। কিন্তু ১০০ মিলিয়ন জুম করার পরেও আপনি দেখতে পারবেন ঝকঝকে ছবি। অবাক হচ্ছেন? এই অসাধ্য সাধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একদল গবেষক।
বিশেষ একটি কম্পিউটার অ্যালগরিদমের সাহায্যে ১০০ মিলিয়ন জুম করে যে ছবিটি বিশ্বের সামনে নিয়ে এসেছে- সেটি আসলে পরমাণু।
প্রেসিউডিয়াম অর্থোস্ক্যান্ডেট নামের এক কেলাসের আণুবীক্ষণিক ছবিটি তৈরি করা হয়েছে ইলেকট্রন টাইকোগ্রাফিক রি-কনস্ট্রাকশন পদ্ধতি ব্যবহার করে। যা আগে কোনদিন সম্ভবপর হয়নি।
বিজ্ঞানীরা এত স্পষ্ট পরমাণুর ছবি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তাঁদের মতে বিজ্ঞানীদের এর ফলে পারমাণবিক গঠন সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা তৈরি হবে। বিজ্ঞানের জগতে যা দৃষ্টান্ত স্থাপন করবে।
ব্যুরো রিপোর্ট