Prime
Daily
মাধ্যমিকের ইতিহাসে প্রথম, পাশের হার ১০০শতাংশ
By sanchitabpn21 | July 20, 2021
Daily
প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবার সবদিক থেকেই আলাদা ছিল মাধ্যমিক। করোনা আবহে পরীক্ষা হয়নি। আর তাই প্রথমবার ফল প্রকাশেও দেখা গেল অভিনবত্ব। এবছর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। এবং ফল প্রকাশ হবার পর দেখা গেল পাশের হার ১০০ শতাংশ। যা মাধ্যমিকের ইতিহাসে প্রথম। মোট ৭৯ জন পেয়েছেন সর্বোচ্চ ৬৯৭ নম্বর। সকাল দশটা থেকে ফল জানা যায় ওয়েবসাইটে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করেন। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। ইতিমধ্যেই স্কুল থেকে মার্কশিট দেওয়া শুরু হয়েছে।পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে, ফল প্রকাশ করা হয় । মাধ্যমিকের ইতিহাসে প্রথমবার গড়ে পাশের হার থাকল ১০০ শতাংশ। পাশাপাশি একসঙ্গে ৭৯ জন পেলেন সর্বোচ্চ নম্বর।