Trending
লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কোচ! বাংলায় প্রথম চাকা গড়াল ফার্স্ট-ক্লাস লোকাল ট্রেনের। রবিবার উদ্বোধন হল রাণাঘাট-শিয়ালদা মাতৃভূমি লোকালের। কী এই কোচের বিশেষত্ব? ভাড়া কত থাকছে? কবে কবে চলবে এই ট্রেন? যাত্রীদের প্রতিক্রিয়াই বা কী? সবটা জানাব বিস্তারিতভাবে।
লোকাল ট্রেনে গদি আঁটা আসন। মেঝেতে পাতা কার্পেট। থাকছে মোবাইল চার্জিং পয়েন্টও। আঁটসাঁট সুরক্ষাব্যবস্থা। বাদুর ঝোলা করে শিয়ালদা যাওয়ারও নেই কোন বালাই। স্বপ্ন নয় এটাই বাস্তব। রবিবার তা চালু হল রাণাঘাট থেকে শিয়ালদাগামী ‘মাতৃভূমি লোকালে’।
কবে থেকে শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত হতে চলেছে, তা নিয়ে জল্পনা ছিলই। এবার সেটাই বাস্তবায়িত হল। অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন। প্রথম এবং শেষ লেডিস কোচ হচ্ছে প্রথম শ্রেণী। ঠিক তার পেছনের কোচগুলো ভেন্ডরের বদলে হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা জেনারেল লেডিসদের জন্য। ভাড়া কত জানেন? ফ্যাসিলিটি যখন ফার্স্ট ক্লাস, তখন ভাড়ার পিছনেও খরচ হবে বেশ মোটা অঙ্কের টাকা। বলছি ভাড়া কত? তার আগে জেনে নিন, কবে এবং কখন চলবে ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন?
উদ্বোধনের পর ২৮ জানুয়ারি রবিবার ১০;৪৫ নাগাদ রানাঘাটের ৫ নং প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা অবধি যায় লোকাল ফার্স্ট ক্লাস ট্রেন। পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-ব্যারাকপুর শাখা এবং শিয়ালদা-নৈহাটি শাখায় ফার্স্ট-ক্লাস কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, রানাঘাট-শিয়ালদা শাখার দুটি মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হচ্ছে। তবে, বিষয়টি নিয়ে রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। রবিবার বাদে বাকী সব দিন চলবে এই ১২ কোচের ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন।
ভাড়ার অঙ্কে থাকছে আসল চমক। রাণাঘাট থেকে শিয়ালদা আসতে এতদিন বড়োজোর ২০ থেকে ২৫ টাকা খরচ হত। এবার সেখানে আপনার পকেট থেকে খসবে ১১০ টাকা। ঠিক যেমনটা বলেছিলাম। ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি যখন থাকছে, তখন ভাড়ার অঙ্কেও একটা বড়ো ঝটকা লাগতে চলেছে। শিয়ালদা-রাণাঘাট মাতৃভূমি লোকালে দূরত্ব অনুযায়ী থাকছে আলাদা আলাদা ভাড়া। দেখুন সেই লিস্ট।
রেলসূত্রে খবর,
• শিয়ালদহ থেকে বিধাননগর এবং দমদম : ২৫ টাকা
• শিয়ালদহ থেকে বেলঘরিয়া : ৩৫ টাকা
• শিয়ালদহ থেকে সোদপুর, টিটাগড় এবং পলতা : ৫৫ টাকা
• শিয়ালদহ থেকে ইছাপুর ও জগদ্দল : ৮০ টাকা
• শিয়ালদহ থেকে নৈহাটি, হালিশহর : ৮৫ টাকা
• শিয়ালদা থেকে কাঁচড়াপাড়া এবং কল্যাণী : ৯০ টাকা
• শিয়ালদহ থেকে চাকদহ : ৯৫ টাকা
• শিয়ালদহ থেকে পায়রাডাঙ্গা : ১০০ টাকা
• শিয়ালদহ থেকে রানাঘাট : ১১০ টাকা
নতুন ট্রেন পেয়ে বেজায় খুশি মহিলা নিত্যযাত্রীরা। হাসি চওড়া হয়েছে মাতৃভূমি লোকালের প্যাসেঞ্জারদের। তবে ২০ টাকা খরচ করে যাতায়াত করা নিত্যযাত্রীদের কতজন ১১০ টাকা খরচ করে এই ফার্স্ট ক্লাস ফেসিলিটি পেটে পছন্দ করবেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। আর তাছাড়া মফস্বল থেকে কোলকাতা শহরে কাজ করতে আসা কতজনেরই বা সেই সামর্থ্য রয়েছে, সেটাও বিবেচনার বিষয়। তবে রেলের তরফে জানানো হয়েছে যে, প্রথম এবং শেষ কোচ বাদে বাকী পুরো ট্রেনটায় রয়েছে দ্বিতীয় শ্রেণীর কোচ। সাধারণের কথা মাথায় রেখে, দ্বিতীয় শ্রেণীর কোচের ভাড়ায় কোন পরিবর্তন আনা হয়নি।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।