Daily

বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা। একেবারে বাড়ি থেকে গ্রেফতার করা হল রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। একইসঙ্গে বাড়ি থেকে সিবিআই দফতরে তুলে আনা হল সুব্রত, মদন এবং শাসক দলেরই প্রাক্তন সৈনিক শোভন চ্যাটার্জীকে।
কয়েকদিন আগেই নারদ মামলায় ফিরহাদ সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে সম্মতি দেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর সেই সূত্রেই সকালে পৌঁছে যায় সিবিআইয়ের দল।
এদিকে মন্ত্রী ফিরহাদ হাকিমের গ্রেফতারির খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়তেই চেতলায় পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে গোটা নিজাম প্যালেস মুড়ে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে।
বেরনোর সময় সাংবাদিকদের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হয়েছে। কোর্টে দেখে নেব।
তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ ভাবে এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানান হয়েছে, গ্রেফতারির সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।
ব্যুরো রিপোর্ট