Prime
Daily
পরিবেশ বাঁচানোর তাগিদ ফিরহাদ হাকিমের গলায়
By Business Prime News | June 6, 2021
Daily
বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার কাজে ফ্রন্টফুটে ফিরহাদ হাকিম। পরিবেশের জন্য গোটা মানবজাতির টিকে থাকার বার্তা যেমন দিলেন, তেমনই জানালেন পরিবেশ না থাকার ক্ষতিকর প্রভাব।
গোটা রাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীতে বৃক্ষ নিধন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বার্তা দিলেন ফিরহাদ হাকিম। চোখে আঙুল দিয়ে তিনিই বলে দিলেন পরিবেশ নষ্টের কারণ। আশঙ্কা প্রকাশ করলেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও।
কলকাতা কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর পরিবেশ বাঁচানোর লড়াইয়ের প্রসঙ্গ উঠে এসেছে তাঁর গলায়। এসেছে দলের সুপ্রিমো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পরিবেশ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। একইসঙ্গে জানালেন, ৫০ হাজার গাছ বসানো হয়েছে তৃণমূল সরকারের সময়সীমায়, যদিও সেটা অপূরণীয়।
মানস চৌধুরী, কলকাতা