Daily

এবার কালীপুজোয় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হোলো শব্দবাজি। দুর্গাপুজোর পর করোনার প্রকোপ বাড়ায় এই সিদ্ধান্ত নিলো কলকাতা হাইকোর্ট। এমনকি যেকোনো ধরণের পরিবেশবান্ধব শব্দবাজিও নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। কেবল প্রদীপ, মোমবাতি এবং আলো জ্বালিয়েই দীপাবলী পালন করার নির্দেশ দিয়েছে আদালত।
গত শুক্রবার সবরকমের বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। গত বছরও এই নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। গত বুধবারই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে জানানো হয়েছিল, কালীপূজো এবং দীপাবলীতে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় সারা দেশ। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেওয়া যাবেনা। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা সকলের কথা ভেবেও সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত।
আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, কালীপূজা, ক্রিসমাস, জগদ্ধাত্রী পূজাতে কোনো বাজি বিক্রি বিক্রি করা বা পোড়ানো যাবে না। এমনকি বাজির ছবিও ডিসপ্লে করা যাবে না কোথাও। পুলিশকে এই বিষয়টি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট