Daily

পুড়ে ছাই পুরসভার রেকর্ডরুমের মূল্যবান তথ্য। কেন লাগল, কিভাবে লাগল সেই নিয়ে ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য। যদিও বিজেপি ভাবছে, তৃণমূলেরই অপকর্ম। ঘটনাটি ঘটেছে হাবড়া পুরসভায়।
বৃহস্পতিবার হাবড়া পুরসভার রেকর্ড রুমে হঠাৎই আগুন লেগে যায়। আগুন লাগে রেকর্ড রুম সংলগ্ন আরেকটি অংশেও। দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ছাই হয়ে গেছে বহু মূল্যবান কাগজ ও নথি। আর এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি আঙুল তুলেছে তৃণমূলের দিকে।
হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূলের পাহাড়প্রমাণ দুর্নীতির সমস্ত কাগজ ছিল সেখানে। সরকার পরিবর্তন সুনিশ্চিত জেনেই, এখন প্রমাণ লোপাটের চেষ্টায় তৃণমূল। একই সুরে কথা বললেন, বারাসাতের জেলা বিজেপি সভাপতি শঙ্কর চ্যাটার্জী। তিনিও দুষলেন শাসক শিবিরকেই।
অঙ্কিত মুখার্জী, বারাসাত