Daily

আগুন লাগল মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে আগুন লাগায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। মদন মিত্র নিজেও অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ।
হঠাৎই মদন মিত্রের ভবানীপুরের বাসভবনের একতলায় আগুন লেগে যায়। মদন মিত্র সেই সময় দোতলায় ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দমকল মন্ত্রী সুজিত বসুকে ফোন করেন। সুজিত বসুও তৎপরতার সঙ্গে দমকলের ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করেন। যদিও দমকল পৌঁছনোর আগেই প্রতিবেশীরা আগুন নেভানোর জন্য বেরিয়ে আসেন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ হিসেবে দমকলের বক্তব্য মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণে পুড়ে গেছে বাড়ির একতলা। যদিও প্রাণহানির কোন খবর নেই। তবে আগুন লাগার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক মদন মিত্র। তাঁকে বাড়ি থেকে বের করে আনা হয়েছে।
ব্যুরো রিপোর্ট