Market
অতিমারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। যার সরাসরি প্রভাব পড়তে পারে আগামী অর্থবর্ষে। শিল্প সংস্থা ফিকির সমীক্ষা রিপোর্ট অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। যেখানে বলা হচ্ছে,
২০২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিল ফিকি। বৃদ্ধি হতে পারে ৯.১ শতাংশ। ভালো রকম বৃদ্ধি আসতে পারে শিল্প এবং সেবা খাতে।
উদারীকরণের জন্য দেশে আর্থিক বৃদ্ধি আগামীতে আরও শক্তিশালী হবে। তৈরি হবে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি।
অতিমারির প্রভাব পড়লেও ফের চাহিদা বাড়ছে দেশের আভ্যন্তরীণ বাজারে। শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। চাঙ্গা হচ্ছে আভ্যন্তরীণ বাজার।
৯১ এর উদারীকরণের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে দেশের বাজারে। জানা গিয়েছে, দেশের অর্থনীতি নিজের পরিধি বাড়িয়েছে ৯ গুণ। একইসঙ্গে আধুনিক প্রজন্মের কাছে ডিজিটাল অর্থনীতি ভালোরকম এগোনোর পথ খুলে দিয়েছে। ফলে আর্থিক বৃদ্ধিতে কোনরকম সমস্যা তৈরির সম্ভাবনা আপাতত নেই বলেই সূত্রের খবর।
ব্যুরো রিপোর্ট