Daily

আফগানিস্তানে এখনও বন্ধ ব্যাঙ্ক, চরম অর্থ সংকটে আফগানবাসী। গত ১৫ ই অগাস্ট তালিবান আফগানিস্তান দখল করার পর থেকে এখনও বন্ধ রয়েছে সেদেশের ব্যাঙ্ক পরিষেবা। যদিও অতিসত্বর ব্যাঙ্ক খোলার নির্দেশ দিয়েছে তালিবান। এদিকে, মানুষের হাতে অর্থ ফুরিয়ে এসেছে। অগত্যা বাধ্য হয়ে আন্দোলনের জন্য পথে নেমেছে একদল আফগান।
সেন্ট্রাল ব্যাংক অব আফগানিস্তান থেকে আদেশ না পাওয়া পর্যন্ত কাজ করতে রাজি হচ্ছে না বেসরকারি ব্যাংকের মালিকেরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংকের নির্দেশ না থাকলে পরে আর্থিক নীতি থেকে বিচ্যুত হতে পারেন তাঁরা। সেন্ট্রাল ব্যাংক অব আফগানিস্তান থেকে ব্যাঙ্ক খোলার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা জানিয়েছে, ব্যাঙ্ক খোলা হলেও সপ্তাহে ২০০ ডলারের বেশি তুলতে পারবেন না কেউই।
আফগান অর্থনীতি এই মুহূর্তে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। তবে দেশ তালিবানি দখলে চলে যাওয়ায় এখন সেই সাহায্যও হারাতে পারে আফগানিস্তান। সহায়তা হারাতে পারে চিন থেকেও। অন্যদিকে, আফগান-আমেরিকান চেম্বার অব কমার্স আফগানিস্তানের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সাথে কোনরকম সহযোগিতা করছে না বলে জানান হয়েছে আন্তঃদেশীয় ব্যাঙ্কগুলি থেকে।
ব্যুরো রিপোর্ট