Market

এলআইসি সহ কিছু ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে জোড়ালো বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে দেওয়া হল, এলআইসির শেয়ার পরপর বিক্রি করেই বিলগ্নিকরণের পথে হাঁটবে অর্থমন্ত্রক। অন্যদিকে বিটিসিএলের বাকি শেয়ার বিক্রির পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে সরকার। কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য আগামী ফেব্রুয়ারির মধ্যে এই দুই সংস্থার বিলগ্নীকরণ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের শেষ দিকেই এলআইসি এবং ব্যাঙ্কগুলোর বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর খুব একটা বেশি দেরি করতে চাইছে না কেন্দ্র।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতিতে এমনিই দেশের আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যায়। অর্থনীতিতে ফুয়েল দিতে পারে একমাত্র বেসরকারিকরণ। এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই আগে বেসরকারিকরণের জন্য শুধুমাত্র জোড় দিয়েছিল কেন্দ্র। এখন সেটাই বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে সরকার।
ব্যুরো রিপোর্ট