Prime
Daily
বিধি নিষেধ মেনে ক্যামেরা চালু টলিপাড়ায়
By Business Prime News | June 16, 2021
Daily
করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা লাগে বিনোদন জগতে। পাল্টে যায় শুটিংয়ের পদ্ধতি। অধিকাংশ টেলি সিরিয়াল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষেত্রে সিরিয়ালের শুটিং চলতে থাকে যার যার বাড়ি থেকে। এর মধ্যেই রাজ্য সরকার বিধি নিষেধে কিছু শিথিলতা এনেছে। সেটে ফিরে শুটিংয়ের পারমিশনও দিয়েছে রাজ্য সরকার।
১৬ জুন থেকে সেটে ৫০জনের ইউনিট নিয়ে শুটিং শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুটিং সেটে মানতে হবে কড়া বিধি নিষেধ। সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেককেই পরতে হবে মাস্ক। প্রত্যেককেই মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধি। এছাড়াও ইউনিটের প্রত্যেকের টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে শুটিং শুরুর আগে টলিপাড়ার বিভিন্ন সেটে চলছে স্যানিটাইজেশনের কাজ।
ব্যুরো রিপোর্ট