Prime
Daily
অবশেষে প্রতীক্ষার অবসান, ঘোষণা করা হলো মাধ্যমিকের রেজাল্টের দিন
By sanchitabpn21 | July 16, 2021
Daily
মূল্যায়ন কিভাবে করা হবে, তা আগেই জানিয়েছিল পর্ষদ, এবার প্রতীক্ষার অবসান করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন ঘোষণা করলো মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২০শে জুলাই সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
অন্যান্য বারের মতো এবারে কোনো মেধা তালিকা বের করবে না পর্ষদ। রেজাল্টের দিনই পড়ুয়ারা তাদের মার্কশীট হাতে পাবেন। একইসঙ্গে হাতে পাবেন না পাওয়া এডমিট কার্ডও। সংশোষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর দিলেই পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।
সকাল ১০ টা থেকেই ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও সরকারি নির্দেশ অনুযায়ী কোনো পড়ুয়া মূল্যায়নের ভিত্তিতে পাওয়া নম্বরে সন্তুষ্ট না হলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে থাকবে তার স্বশরীরে পরীক্ষা দেয়ার ব্যবস্থা।
ব্যুরো রিপোর্ট