Market

প্রথমে বিগ বাস্কেট, তারপর 1mg । ডিজিটাল দুনিয়ায় ক্রমশই টাটা হয়ে উঠছে অপ্রতিদ্বন্দ্বী। টাটা ডিজিটাল- যা টাটা গ্রুপের একেবারে নিজস্ব, বর্তমানে বিখ্যাত অনলাইন ওষুধ সংস্থা 1mg-র অধিকাংশ শেয়ার কিনে নিতে চলেছে। বিগ বাস্কেটের পর যা দ্বিতীয় সর্বাধিক মূল্যের অধিগ্রহণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবং 1mg-র অধিকাংশ শেয়ার নিজের হাতে রাখার জন্য টাটা ডিজিটাল খরচ করতে চলেছে ২২০-২৪০ মিলিয়ন ডলার। গুরগাঁও নির্ভর এই প্রতিষ্ঠানের ৫১-৬০% শেয়ার থাকবে টাটার হাতেই।
উল্লেখ্য, টাটা ছাড়াও 1mg -র অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্য হল রেডউড গ্লোবাল, কোরিয়া ওমেগা, এবং ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। মনে করা হচ্ছে, অধিকাংশ শেয়ার টাটা ডিজিটাল কিনে নেবার পর এই সংস্থার মোট ভ্যালু পৌঁছে যাবে ৪৫০ মিলিয়ন ডলারের কাছাকাছি। যদিও 1mg এবং টাটা কত টাকায় কতগুলি শেয়ার কিনছে এবং তার সম্পূর্ণ বিষয়টা এখনই প্রকাশ্যে জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে।
ব্যুরো রিপোর্ট