Daily

মাত্র একরাতের মধ্যেই তছনছ হয়ে গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কৃষিজমি। বিঘের পর বিঘে জমিতে একেবারে জল থৈ থৈ অবস্থা। নাগাড়ে বৃষ্টি আর দমকা হাওয়ার ঝড়ো ব্যাটিং-এর জেরে চরম দুর্ভোগে এলাকার চাষিভাইরা।
গত শনিবার থেকে বৃষ্টির দাপট বাড়তে থাকায় জল বাড়তে থাকে এলাকার খালগুলোতে। জল বেড়েছে বালদাঁড়িয়া গারমের কালনাগিনী খালের। ভেসে গিয়েছে শাশরা ৩ নং ব্লকের জমি। খালের জলে প্লাবিত হচ্ছে ধানজমি। এর জেরে চাষিদের ক্ষতির পরিমাণটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা বোধ হয় আঁচ করা যাচ্ছে।
ক্ষতিপূরণ হিসেবে সরকার বাহাদুরকে পাশে চেয়েছেন চাষিভাইরা।
এমনিতেই এবছর দেরিতে বৃষ্টির জন্য চাষবাসের কাজ দেরিতে শুরু হয়েছে। তারমধ্যে এমন পরিস্থিতি শুরু হলে চাষিভাইরা কোথায় যাবেন? এখন এবিষয়ে সরকার কি পদক্ষেপ নেন, সেটাই দেখার।
বিক্রম লাহা